২৫ বছরের ছোট প্রজ্ঞার সঙ্গে রোম্যান্স করবেন সালমান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রজ্ঞা জেসওয়াল ও সালমান খান

প্রজ্ঞা জেসওয়াল ও সালমান খান

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে এর আগেও বহুবার পর্দায় জুটি বেঁধেছেন সালমান খান। এবার নিজের থেকে ২৫ বছরের ছোট প্রজ্ঞা জেসওয়ালের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে বলিউডের এই সুপারস্টারকে।

মহেশ মাঞ্জরেকর পরিচালিত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির কাজ করছেন সালমান খান। যেখানে শিখ পুলিশের চরিত্রে পাওয়া যাবে ভাইজানকে। সেখানেই দেখা যাবে প্রজ্ঞাকে। তাকেও পাওয়া যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে।

বিজ্ঞাপন

মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরু করেছেন দক্ষিণী অভিনেত্রী প্রজ্ঞা। ২০১৪ সালে ‘ভিরাত্তু তথা দেগা’ ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। ২০১৫ তেলুগু ছবিতেও অভিনয় করেছিলেন প্রজ্ঞা। ‘কাঁচি’, ‘মির্চি লান্তি কুরাদু’, ‘জয়া জানকী নায়াকা’ সহ একাধিক ছবিতে অভিনয় করছেন।

২০১৪ সালে ‘টিটো এমবিএ’ ছবির হাত ধরে বলিউডে পথ চলা শুরু হয় প্রজ্ঞার। পেয়েছেন বেশ কিছু পুরস্কারও।

বিজ্ঞাপন