নজর কাড়লো বরুণের ভাতিজি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অঞ্জনি ধাওয়ান

অঞ্জনি ধাওয়ান

সপ্তাহ খানেক আগে প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বরুণ ধাওয়ান। আলিবাগের দ্য ম্যানসন হোটেলে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

অঞ্জনি ধাওয়ান

গত ২৪ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের দুটি ছবি শেয়ার করেছিলেন বরুণ ধাওয়ান। এরপর থেকে এখন প্রতিদিনই সামনে আসছে বরুণ-নাতাশার বিয়ের দেখা-অদেখা অনেক ছবি।

বিজ্ঞাপন
অঞ্জনি ধাওয়ান

কিন্তু বরুণ-নাতাশার বিয়েতে তাদের পাশাপাশি সকলের নজর কেড়েছে অঞ্জনি ধাওয়ান নামে এক তরুণী। তিনি হলেন বরুণের ভাতিজি। বলতে গেলে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অঞ্জনি। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার বেশ কয়েকটি ছবি। যেখানে কখনও তাকে নীল রঙের লেহেঙ্গায় আবার কখনও দেখা গেছে সাদা ও মনিষ মালহোত্রার ডিজাইন করা ভেলভেট লেহেঙ্গা চোলিতেও।

অঞ্জনি ধাওয়ান

তারকা পরিবারে অঞ্জনি জন্মগ্রহণ করলেও মেয়েকে যতোটা সম্ভব বলিউড ইন্ডাস্ট্রি থেকে দূরে রাখছেন তার বাবা অভিনেতা-পরিচালক সিদ্ধার্থ ধাওয়ান। কিন্তু এই তরুণীর ফ্যাশন তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের।

বিজ্ঞাপন
চাচা বরুণ ধাওয়ান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অঞ্জনি ধাওয়ান