ফের ধরা পড়লো ভিকি-ক্যাটরিনার চুরি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

প্রেমের সাম্পানে ভাসছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। নতুন বছর আলিবাগে একসঙ্গে ছুটি কাটাতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন বলিউডের এই লাভ বার্ডস। ফের একবার তাদের চুরি ধরে ফেললো ভক্তরা।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ফিলটার ভিডিও পোস্ট করেন ক্যাটরিনা, যেখানে এক রহস্যময় ব্যক্তিকে জড়িয়ে ধরেছেন ক্যাট। তার মুখ দেখা যাচ্ছে না। শুধু হলুদ রঙের টি-শার্টটি স্পষ্ট। তবে বেশি সময় লাগেনি অনুরাগীদের, একই রকম টি-শার্ট যে ভিকি কৌশলের রয়েছে তা নিমেষেই জানিয়ে দেয় তারা।

বিজ্ঞাপন

প্রেমের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ভিকি-ক্যাটরিনা। তবে বলিউডের এই অভিনেকা ক্যাটরিনার সঙ্গে কি সত্যিই প্রেম করছেন ভিকি? জবাবে এক সাক্ষাৎকারে ভিকি বলেছিলেন, ‘প্রেম কোনও খারাপ জিনিস নয়, একটা দুর্দান্ত অনুভূতি। তবে সত্যি বলতে আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না।যদি আপনি কিছু বলেন তাহলে সেটা নিয়ে আলোচনা হবে, লোকে সেটার নানান অর্থ বের করবে, সেটা নিয়ে আবার কিছু ভুল অর্থ বেরও করবে-গোটা বিষয়টা জটিল হয়ে যায়-আশা করছি সেটা আপনারা সম্মান করবেন।’