‘সার্কাস’র জন্য ৫০ কোটি রুপি চাইলেন রণবীর

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রণবীর সিং ও রোহিত শেঠি

রণবীর সিং ও রোহিত শেঠি

রোহিত শেঠির ‘সিম্বা’র সফলতার পর ফের আরও একবার জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন রণবীর সিং। রোহিতের পরবর্তী ছবি ‘সার্কস’-এ প্রধান চরিত্রে পাওয়া যাবে বলিউডের এই অভিনেতাকে। যেখানে দ্বৈত চরিত্রে পাওয়া যাবে তাকে।

চমকপ্রদ তথ্য হলো- এই ছবিটিতে অভিনয়ের জন্য নাকি ৫০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন রণবীর সিং।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ছবির সঙ্গে যুক্ত একটি ঘনিষ্ঠসূত্র জানান, “এখনকার দিনে ব্যাঙ্কেবল তারকাদের একজন রণবীর সিং। তাছাড়া একেকটি ছবির কাজ করার পরই তার বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই ‘সার্কাস’-এর জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন তিনি।”

মুম্বাইয়ের ফিল্ম সিটিতে হবে ‘সার্কস’-এর সম্পূর্ণ শুটিং। রণবীর সিংয়ের পাশপাশি আরও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে ও বরুণ শর্মাকে।

বিজ্ঞাপন