প্রথমবার হিন্দি সিনেমা পরিচালনায় কৌশিক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কৌশিক গাঙ্গুলি ও ‘মনোহর পাণ্ডে’ ছবির পোস্টার

কৌশিক গাঙ্গুলি ও ‘মনোহর পাণ্ডে’ ছবির পোস্টার

‘নগরকীর্তন’, ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘অপুর পাঁচালি’, ‘দৃষ্টিকোণ’, ‘খাদ’, ‘জাস্ট অ্যানাদার লাভ স্টোরি’, ‘সিনেমাওয়ালা’সহ অসংখ্য সিনেমা নির্মাণ করেছেন পরিচালক-চিত্রনাট্যকার-অভিনেতা কৌশিক গাঙ্গুলি।

এবার হিন্দি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন জনপ্রিয় এই নির্মাতা। নাম ‘মনোহর পাণ্ডে’। এরইমধ্যে শুরু হয়ে গেছে সিনেমাটির শুটিং। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সৌরভ শুক্লা, রঘুবীর যাদব এবং সুপ্রিয়া পাঠক কাপুর।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন কৌশিক গাঙ্গুলি। করোনা কালে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবন কীভাবে পাল্টে গিয়েছে, সেই কাহিনি ফুটিয়ে তোলা হবে ‘মনোহর পাণ্ডে’তে। থাকবে প্রেম, পরকীয়া ও কিছু ভালোলাগার আবহ।