জয়ের আগে পরে

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ঈশিকা, পূজা, লোপা, টুটুল, রাসেল এবং সুমি

ঈশিকা, পূজা, লোপা, টুটুল, রাসেল এবং সুমি

দুবাইয়ে চলছে এশিয়া কাপ ক্রিকেটের ‘সুপার ফোর’।

এই পর্বে মোট তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে হারার ফলে আফগানিস্থানের সঙ্গে দ্বিতীয় ম্যাচটিতে জয় ছিলো বাধ্যতামূলক। নতুবা এশিয়া কাপ থেকে এবারের মতো ছিটকে পড়তো টাইগাররা। গতকাল শেষ বিকেলে শুরু হয়ে মাঝরাত অবধি চলতে থাকা সেই ম্যাচ শ্বাসরুদ্ধকর উত্তেজনা ছড়িয়েছে সকল ক্রিকেটপ্রেমীদের ভেতরে।

শোবিজের বিভিন্ন অঙ্গনের তারকাদের অনেকেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন খেলাটি।

তাদের মধ্যে চিরকুট ব্যান্ডের সদস্য শারমিন সুলতানা সুমি, নিউজ প্রেজেন্টার ও কন্ঠশিল্পী লোপা হোসাইন, মডেল ও অভিনেত্রী ঈশিকা খান, আরজে ও কন্ঠশিল্পী টুটুল জহিরুল ইসলাম, কন্ঠশিল্পী বাঁধন সরকার পূজা এবং সংগীতায়োজক ও কন্ঠশিল্পী যাযাবর রাসেল-সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর থেকেই জয়ের আশা ছিলো সবার মনে।

যদিও স্কোরবোর্ডের রানসংখ্যা খুব বেশি স্বস্তি দিচ্ছিলো না।

খেলার প্রায় শেষদিকে এসে ম্যাচটা যেন বেরিয়েই যাচ্ছিলো টাইগারদের হাত ফসকে।

ততক্ষণে চারিদিকে রুদ্ধশ্বাস, প্রার্থণা করজোরে।

শেষ পর্যন্ত মুস্তাফিজের শেষ ওভারের দুর্দান্ত বোলিংয়ে একদম শেষ বলে এসে জিতে যায় বাংলাদেশ।

যেন প্রাণ ফিরে পায় সবাই।

বন্ধ হয়ে থাকা নিশ্বাস বেরিয়ে আসে প্রচন্ড আনন্দে।

আফগাস্তিানের সঙ্গে এই ম্যাচ জেতার ফলে প্রতিশোধ নেয়া যেমন হলো, তেমনই টিকে রইলো বাংলাদেশের এশিয়া কাপ সম্ভাবনা।

পাকিস্তানের সঙ্গে পরের ম্যাচটি জিততে পারলেই প্রিয় দল পৌঁছে যাবে ফাইনালে।

সেই আশাবাদ আপাতত সবার।

আরও পড়ুনঃ

ঢাকার মেয়ে, তেলেগু নায়িকা

চুপিসারে কী করছেন অমৃতা?

বিয়ের দিনের আগের দিনেই মা হলেন শায়লা