বলিউডে পা রাখতে যাচ্ছেন কলকাতার রুক্মিনী মিত্র

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিদ্যুৎ জামওয়াল ও রুক্মিনী মিত্র

বিদ্যুৎ জামওয়াল ও রুক্মিনী মিত্র

অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালের হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিনী মিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নতুন ছবিটির পোস্ট শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বিদ্যুৎ।

রুক্মিনী মিত্র

ছবির নাম ‘সনক: হোপ আন্ডার সিজ’। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করবেন কণিষ্ক শর্মা। প্রযোজনায় রয়েছেন বিপুল অমৃতলাল শাহ এবং জি স্টুডিও। প্রেম-রোম্যান্স-আবেগে এর সংমিশ্রনে তৈরি হয়েছে ছবির গল্প। বিপুল শাহর প্রযোজনায় পঞ্চম ছবিতে কাজ করছেন বিদ্যুৎ জামওয়াল।

বিজ্ঞাপন
‘সনক: হোপ আন্ডার সিজ’ ছবির পোস্টার

জানা গেছে- চলতি বছরের শেষের দিকেই শুরু হবে ‘সনক: হোপ আন্ডার সিজ’র শুটিং। শুটিংয়ের জন্য ইতিমধ্যে বেশ কিছু বিলাশবহুল লোকেশান ঠিক করা হয়েছে। ‘খুদা হাফিজ’ ছবির সিক্যুয়েলের শুটিং শেষ করেই নতুন ছবির কাজ শুরু করবেন বিদ্যুৎ।