পূরণ হলো সোনাক্ষির স্বপ্ন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোনাক্ষি সিনহা

সোনাক্ষি সিনহা

সোনাক্ষি সিনহার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো নিজের কষ্টের উপার্জন দিয়ে একটি বাড়ি করবেন। অবশেষে পূরণ হলো বলিউডের এই অভিনেত্রীর সেই স্বপ্ন। মুম্বাইয়ের বান্দ্রায় ৪বিএইচকে অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন তিনি।

সোনাক্ষি সিনহার নতুন অ্যাপার্টমেন্ট

অ্যাসেনসিয়া ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষি সিনহা বলেন, “আমি যখন থেকে কাজ শুরু করেছিলাম সেসময় থেকেই আমার স্বপ্ন ছিলো নিজের পরিশ্রমের টাকা দিয়ে ৩০ বছরের আগে একটি বাড়ি ক্রয় করার। আমি চাইলে এটি আরও দুই বছর আগে পারতাম। কিন্তু যাই হোক অবশেষে আমার স্বপ্নটি পূরণ হলো।”

বিজ্ঞাপন
সোনাক্ষি সিনহা

যোগ করে সোনা আরও বলেন, “পরিবারের সঙ্গে বাড়িতে থাকাটাই বেশি উপভোগ করি আমি। তাই এখনই বাবা-মায়ের বাড়ি থেকে ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আমার স্বপ্ন পূরণের জন্য শুধু এই নতুন বাড়িটি কেনা।”

সোনাক্ষি সিনহার নতুন অ্যাপার্টমেন্ট

গত নভেম্বরে ‘রামায়াণা’তে (সোনাক্ষির বাবা-মায়ের বাড়ি) নিজের ব্যক্তিগত রুম সংস্করণ করিয়েছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। এতে তাকে সহযোগিতা করেছেন ইন্টেরিয়র ডিজাইনার ও আর্ট ডিরেক্টর রুপিন সূচক।

বিজ্ঞাপন
সোনাক্ষি সিনহার নতুন অ্যাপার্টমেন্ট

এদিকে, ডিজাইনার রুপিন সূচক এরইমধ্যে সোনাক্ষির নতুন অ্যাপার্টমেন্টের কয়েকটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

সোনাক্ষি সিনহার নতুন অ্যাপার্টমেন্ট