বিয়ের বন্ধনে জড়ালেন বরুণ-নাতাশা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরুণ-নাতাশা

বরুণ-নাতাশা

দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ালেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। রোববার (২৪ জানুয়ারি) আলিবাগের দ্য ম্যানসন হোটেলে অনুষ্ঠিত হয়ে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ‍দুটি ছবি শেয়ার করেছেন বরুণ ধাওয়ান। যার একটিতে দেখা যাচ্ছে, মণ্ডপে বসে রয়েছেন নব-দম্পতি। আর তাদের উপর ফুল ছিটিয়ে দিচ্ছেন অতিথিরা। আরেকটিতে দেখা যাচ্ছে, সাত পাঁকে ঘুরছেন বরুণ-নাতাশা।

বিজ্ঞাপন

জীবনের বিশেষ এই দিনটিতে ভারতের জনপ্রিয় ডিজাইনার মণিষ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছিলেন বরুণ-নাতাশা।

বিয়েতে বরুণ পরেছিলেন সাদা রঙের মধ্যে রূপালি কাজ করা শেরওয়ানি। আর নাতাশা পরেছিলেন ঘিয়া রঙের লেহেঙ্গা।

বিজ্ঞাপন

বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে নব-দম্পতিকে।পাপারাজ্জিদের সঙ্গে ছবিও তুলেছেন তারা ।