৪১ বছর হতো আজ: নীতু কাপুর

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঋষি কাপুর ও নীতু কাপুর

ঋষি কাপুর ও নীতু কাপুর

‘৪১ বছর হতো আজ।’ বিবাহবার্ষিকীতে প্রয়াত স্বামী ঋষি কাপুরকে স্মরণ করে এমনটাই লিখেছেন তার স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর।

ভালোবেসে ১৯৮০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঋষি কাপুর ও নীতু কাপুর। বেঁচে থাকলে আজ ৪১তম বিবাহবার্ষিকী উদযাপন করতেন বলিউডের এই অভিনেতা। কিন্তু গত বছরের ৩০ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান এই তারকা।

বিজ্ঞাপন

শুধু ছবি নয়, ‘হাম হ্যায় ইস পাল ইয়াহা’ গান দিয়ে একটি ভিডিও তৈরি করে শেয়ার করেছেন নীতু কাপুর। যেখানে স্বামীর সঙ্গে অভিনয়ের ও কাটানো নানা মুহূর্ত তুলে ধরেছেন তিনি।

‘ধন দৌলত’, ‘আঞ্জানে মে’, ‘দুসরা আদমি’, ‘অমর আকবর অ্যান্থনি’ ও ‘কাভি কাভি’সহ অসংখ্য ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ঋষি-নীতু।

বিজ্ঞাপন

মাঝে ৩০ বছরের বিরতি নিয়ে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দো দুনি চার’-এ স্বামীর সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় ফিরেছেন নীতু। সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলো এটি।