মেয়ের জন্মের পর প্রথমবার প্রকাশ্যে বিরুষ্কা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিরাট কোহলি ও আনুশকা শর্মা

বিরাট কোহলি ও আনুশকা শর্মা

গত ১১ জানুয়ারি প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সন্তানের জন্মের ১০ দিনের মাথায় প্রথমবার ক্যামেরাবন্দি হলেন বিরুষ্কা দম্পতি।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরাট-আনুশকার ছবি। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। কারণ সন্তান জন্ম দেওয়ার পরও যে ফিট থাকা যায় সেটি প্রমাণ করে দিলেন আনুশকা।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ছবিগুলোতে ব্লু ডেনিম আর ম্যাচিং শার্টে পাওয়া গেলো বিরাট ঘরনিকে। করোনা আবহে মুখ ঢাকা ছিলো সাদা মাস্কে। খোলাচুল আর মেকআপহীন লুকে মিষ্টি লাগছিলো বলিউডের এই অভিনেত্রীকে। বিরাটের দেখা মিলল কালো শার্ট ও প্যান্টে। তার মুখেও ছিলো মাস্ক।

জানা গেছে, রুটিন চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন বিরাট-আনুশকা। আর সেসময়েই তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।

বিজ্ঞাপন

বিরুষ্কা দম্পতি পাপারাজ্জিদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার পাশাপাশি তাদের ধন্যবাদ জানান। কেননা তারা এই তারকা দম্পতির অনুরোধ মেনে তাদের সন্তানের কোনো ছবি তোলেননি।