বাইডেনের শপথ অনুষ্ঠানে গাইবেন গাগা-লোপেজ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জো বাইডেন, জেনিফার লোপেজ ও লেডি গাগা

জো বাইডেন, জেনিফার লোপেজ ও লেডি গাগা

আজ শপথগ্রহণ করবেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসে।কিন্তু করোনা এবং ক্যাপিটল হিলের সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে এবার ওয়াশিংটন চত্বরে থাকবে না কোনো ভিড়। তবে ভার্চুয়ালি এতে অংশ নেবেন হলিউডের নামি-দামি কয়েকজন তারকা।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বৃহত্তর ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন পপশিল্পী জেনিফার লোপেজ এবং লেডি গাগা।

বিজ্ঞাপন

জাতীয় সংগীত গেয়ে শোনাবেন লেডি গাগা। আর নাচ দিয়ে মাতিয়ে রাখবেন জেনিফার লোপেজ।

শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই থাকবে ফাদার লিও জে.ও’ডোনোভ্যানের প্রার্থনা। যিনি জর্জটাউন ইউনিভার্সিটির ৪৪ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন ২৩ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী কবি আমান্ডা গরম্যান।

‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস।

মঞ্চে আরও দেখা যাবে জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো, অ্যান্ট ক্লেমনসদের।

অনুষ্ঠানে ব্রুস স্প্রিংগসটিন সাধারণ নাগরিকদের সম্মানে গান গাইবেন।

গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হয়েছে জর্জিয়ার একদল কৃষ্ণাঙ্গ দমকলকর্মীকেও।

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে এবিসি, সিবিএস, এনবিসি, সিএনএনসহ বেশ কয়েকটি চ্যানেলে।