নুসরাত-যশের প্রেমের পর্ব শুরু

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নুসরাত-যশ

নুসরাত-যশ

প্রেমের সাম্পানে ভাসছেন ওপার বাঙলার জনপ্রিয় দুই তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্তা। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে কখনও কোনো মন্তব্য করেননি তারা।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে দু’জনে একই ছবি পোস্ট করে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো করে দিলেন।

বিজ্ঞাপন

এই দুই তারকার ইনস্টাগ্রাম পোস্ট দেখে তো অনেকে মন্তব্য করে ফেলেছেন যে, তারা বুঝি এর মধ্য দিয়ে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণাটাও দিয়ে ফেললেন।

নুসরাত-যশের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিটি

চমকপ্রদ তথ্য হলো- এমন পরিস্থিতিতেই আবার নুজহাত জাহান নামের এক তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন।

বিজ্ঞাপন

জানা গেছে- পেশায় ডিজাইনার নুজহাত সম্পর্কে নুসরাতের বোন হন। নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতেও নুজহাতের ছবি রয়েছে।