হলুদ গাউনে দ্যুতি ছড়ালেন সোনম

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোনম কাপুর

সোনম কাপুর

বলিউড ইন্ডাস্ট্রির ফ্যাশন ডিভা হিসেবে পরিচিত অভিনেত্রী সোনম কাপুর। মেকআপ হোক বা জমকালো পোশাক সব কিছুতেই নজর কাড়েন তিনি।

সোনম কাপুর

এরই ধারাবাহিকতায় সম্প্রতি বুক চেরা চকচকে এক হলুদ গাউনে দেখা গেলো বলিউডের এই অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই পোশাক পরে করা ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোনম কাপুর। পাশাপাশি ক্যাপশনে পোশাকে ব্রান্ডের নাম এবং স্টাইলিংয়ের বিবরণও লিখে দিয়েছেন তিনি।

সোনম কাপুর

স্টেফেন রোল্যান্ডের নকশা করা পোশাকে এবং নামী জুয়েলারি ব্র্যান্ডের বিশেষ গহনায় বেশ আবেদনময়ী লেগেছে সোনমকে।

বিজ্ঞাপন

সবশেষ ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে দেখা গেছে সোনম কাপুরকে। সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘একে ভার্সেস একে’তে ক্যামিও চরিত্রে দেখা মিলেছে তার। এছাড়াও বলিউডের এই অভিনেত্রীর হাতে রয়েছে প্রযোজক সুজয় ঘোষের ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’।