স্বজনপোষণ নিয়ে বিকাশের বিস্ফোরক মন্তব্য

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কঙ্গনা রনৌত ও বিকাশ খান্না

কঙ্গনা রনৌত ও বিকাশ খান্না

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের সুরে সুর মেলালেন সেলিব্রেটি শেফ বিকাশ খান্না। সম্প্রতি স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

গত সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বিকাশ খান্না প্রযোজিত ‘দ্য লাস্ট কালার’। তবে এই ছবির নেগেটিভ রিভিউ নিয়ে হতাশ বিকাশ।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন- কঙ্গনা রনৌত সঠিক ছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষপাতিত্ব নিয়ে।

বিস্ফোরক টুইটে বিকাশ লেখেন- “যখন কঙ্গনা রনৌতকে আমি বলতে শুনতাম বিক্রি হয়ে যাওয়া ফিল্ম সমালোচক, পক্ষপাতিত্ব, স্বজনপোষণ নিয়ে আমার খারাপ লাগতো। কিন্তু আজ আমি নিজে প্রথমবার এই অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আউটসাইডারদের তো ঢুকতেই দেওয়া হয় না, যদিও নিজেদের শিল্পের মধ্যে তারা হৃদয় ঢেলে দেয়। এটা খুব যন্ত্রণাদায়ক যখন বলা হয়, টাকা দাও না হলে তোমাকে ধ্বংস করে দেবো।”

বিজ্ঞাপন
‘দ্য লাস্ট কালার’ ছবির দৃশ্যে নিনা গুপ্তা

আরও একটি টুইট করে বিকাশ লিখেছেন- “অনেক ফিল্ম সমালোচক তার কাছে টাকা চেয়েছে, ছবি সম্পর্কে ভালো রিভিউ লেখার জন্য।”

‘দ্য লাস্ট কালার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নিনা গুপ্তা।