‘ব্যাট গার্লস’ সোহা-ইনায়া

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মা সোহা আলি খানের সঙ্গে ইনায়া নাওমি খেমু

মা সোহা আলি খানের সঙ্গে ইনায়া নাওমি খেমু

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই মেয়ে ইনায়া নাওমি খেমুর সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন সোহা আলি খান ও কুনাল খেমু দম্পতি।

এরই ধারাবাহিকতায় রোববার (১৩ ডিসেম্বর) ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন সোহা।

বিজ্ঞাপন

বলিউডের এই অভিনেত্রীর শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, মা-মেয়ে একে অপরের কানে কিছু বলছে। এসময় দু’জনই পরেছিলো হলুদ রঙের ওপর ব্যাটম্যান প্রিন্ট করা ড্রেস।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে সোহা আলি খান লিখেছেন- ‘ব্যাট গার্লস।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে সম্পর্কে সোহা আলি খান বলেছিলেন, মেয়ে ইনায়া যা করতে চায় তিনি তাই করতে দেন। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘মেয়ে মহাকাশচারী, অভিনেত্রী, আর্কিটেক যাই হোক আমি ওকে সাপোর্ট করবো। আমি ওর জীবনের ভিতটা শক্ত করে গড়তে চাই। জীবনের মূল্যবোধ শেখাতে চাই। তাছাড়া ওর সব স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে চাই।’

২০১৫ সালে অভিনেতা কুনাল খেমুকে বিয়ে করেন সোহা। ২০১৭ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান ইনায়া নওমি খেমু।