করোনায় আক্রান্ত নকীব খান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নকীব খান

নকীব খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী ও সুরকার নকীব খান।

জানা গেছে- ১২ নভেম্বর নকীব খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড রেনেসাঁর সহপ্রতিষ্ঠাতা নকীব খান। ১৯৮৫ সালে ব্যান্ডটির যাত্রা শুরু হয়। এর আগে নকীব ‘সোলস’ ব্যান্ডের সদস্য ছিলেন।

‘ভালো লাগে জ্যোৎস্না রাতে’, ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’, ‘আচ্ছা কেন মানুষগুলো’ তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।

গান গাওয়ার পাশাপাশি সুরও দিয়েছেন নকীব।‘তোরে পুতুলের মতো করে’, সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর ‘এখন অনেক রাত’-এর মতো জনপ্রিয় গানের সুরকার তিনি।