বর্ষসেরা নারী সম্মাননা পেলেন সোমঋতা মল্লিক

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বর্ষসেরা নারী সম্মাননা পেলেন সোমঋতা মল্লিক

বর্ষসেরা নারী সম্মাননা পেলেন সোমঋতা মল্লিক

রোববার (১৮ অক্টোবর) রোটারি সদন কলকাতায় 'ভিশন অফ বেঙ্গল' আয়োজন করে 'বর্ষসেরা নারী সম্মান ২০২০' শীর্ষক অনুষ্ঠান।

সমাজের বিভিন্ন ক্ষেত্রের সফল নারীদের এই সম্মানে ভূষিত করা হয়। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি, করোনা আবহে যে সব পেশার নারীরা নিজেদের জীবনকে বিপন্ন করে মানব সেবায় নিয়োজিত হয়েছেন তাদেরকেও বিশেষ সম্মান জানানো হয়।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে কাজ করার জন্য ছায়ানট (কলকাতা)-এর সভাপতি, বিশিষ্ট শিল্পী সোমঋতা মল্লিককে 'বর্ষসেরা নারী সম্মান ২০২০' প্রদান করা হয় এ অনুষ্ঠানে।

উল্লেখ্য, শিল্পী সোমঋতা মল্লিকের নেতৃত্বে ১১ বছর ধরে কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে কাজ করছে ছায়ানট (কলকাতা)। এ সম্মান প্রাপ্তিতে কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যাণী কাজী, যিনি ছায়ানট (কলকাতা) -এর অভিভাবক, সোমঋতা মল্লিককে শুভাশিস জানিয়েছেন।