আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে প্রিন্স মাহমুদের ‘আলো’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইয়ুব বাচ্চু ও প্রিন্স মাহমুদ

আইয়ুব বাচ্চু ও প্রিন্স মাহমুদ

‘আর বেশি কাঁদালে উড়াল দিবো আকাশে’ গানের কথার মতোই রুপালি গিটার ফেলে দুই বছর আগে আকাশে উড়াল দিয়েছেন গিটার ও সুরের জাদুকর আইয়ুব বাচ্চু।

২০১৮ সালের আজকের (১৮ অক্টোবর) এই দিনটিতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে উড়াল দিয়েছেন আইয়ুব বাচ্চু। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

বিজ্ঞাপন

আইয়ুব বাচ্চু দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে নতুন একটি গান উৎসর্গ করলেন সুরের আরেক জাদুকর প্রিন্স মাহমুদ।

‘চলে যাব রেখে যাব গান, এই পিছুটান কী করে ছাড়বো/ ছেলেটাকে বুকেতে জড়ায়ে গালভরে চুমু কি খেতে পারবো...।’ এমন কথার গানটি নিজেই লিখেছেন প্রিন্স মাহমুদ। তারই সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন আভাস ব্যান্ডের গায়ক তানযীর তুহীন।

গানটির একটি ডামি ভার্সন ফেসবুকে পোস্ট করেছেন প্রিন্স মাহমুদ। এটি প্রসঙ্গে বলেন, ‘‘এটা এই করোনাকালীন ভয়াবহ সময়ের উপলব্ধি। যদিও বাসায় বা ভার্চুয়াল জগতে সবাইকে অভয় দিয়ে যাচ্ছিলাম। কিন্তু মৃত্যুভয় সত্যি আমাকেও পেয়ে বসেছিল। সেই উপলব্ধির অনুরণনই ‘আলো’। দেখেন তো আপনাদের সাথে মেলে কিনা? গানটা শুরুর দিকের একটা ডেমো মাত্র। মূল গানটার কাজ চলছে। কিছুটা রাগ কিছুটা অভিমানেই আজ আপনাদের শুনিয়ে ফেললাম যা কখনো করিনি। যদি ভাল লেগে যায়...উৎসর্গ: প্রিয় আইয়ুব বাচ্চু ভাইকে।’’