মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি, ডেন্টাল মার্চে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি, ডেন্টাল মার্চে

মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি, ডেন্টাল মার্চে

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি ও ডেন্টালের পরীক্ষা মার্চের ১ তারিখে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুব শীঘ্রই এই দুই ভর্তি পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।

বুধবার (২০ ডিসেম্বর) মেডিকেল কলেজ ভর্তি সংক্রান্ত প্রস্তাবনা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আগামী সভায় (২৪ ডিসেম্বর) প্রস্তাবনাটি পাস হলেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

প্রস্তাবনা অনুসারে, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৯ জানুয়ারি। বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি আগামী ৪ জানুয়ারি প্রকাশ করা হবে। দেশী শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৯ জানুয়ারি। ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এদিকে ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দুটি সিদ্ধান্তই মন্ত্রীসভায় পাস হওয়ার অপেক্ষায় আছে।