মেডিকেল কোচিং সেন্টার ২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব মেডিকেল কোচিং সেন্টারকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর (ডিজিএমই) মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বিজ্ঞাপন

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন