করোনাভাইরাস

পুঁজিবাজারে লেনদেনের সময় কমলো ১ ঘণ্টা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএসই

ডিএসই

করোনাভাইরাস পরিস্থিতিতে লেনদেনের সময় ১ ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।

বুধবার (১৮ মার্চ) ডিএসইর ৯৫৪তম (জরুরি) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি বলেন, সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি ডিএসইর লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছে।

মিনহাজ মান্নান বলেন, নতুন সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ১০টায়। আর শেষ হবে দুপুর দেড়টায়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লেনদেনের এই সময়সূচি অব্যাহত থাকবে।

পরিচালনা পর্ষদ বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে বিনিয়োগকারীদের মোবাইল ও অনলাইনে লেনদেন করার বিষয়ে উৎসাহিত করছে বলে জানান ডিএসই পরিচালক।