সূচক কমে লেনদেন চলছে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শেয়ার বাজারে প্রতীকী ছবি

শেয়ার বাজারে প্রতীকী ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক কমে লেনদেন চলছে। এদিন বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ পয়েন্ট কিন্তু সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৯ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৮ কোটি ৭৪ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেন শুরু হয় সাড়ে ১০ টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ৮ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৫ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ে ৩ পয়েন্ট। এরপর থেকে সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৬ পয়েন্ট কমে যায় এবং বেলা ১১ টায় সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪২১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯২১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক প্রায় এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪৪ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল পলিমার, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড পাওয়ার, রানার অটোমোবাইল, স্কয়ার ফার্মা, বিপিএমএল, সিনোবাংলা, মুন্নু সিরামিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং জেএমআই সিরিঞ্জ।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৯ পয়েন্ট কমে ১০ হাজার ৭৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক প্রায় এক পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করে।

এ দিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ভিএফএসটিডিএল, সিয়াম টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, বিবিএস, রানার অটোমোবাইল, ন্যাশনাল পলিমার, বিপিএমএল এবং এফবিএফআইএফ।