সূচকের উঠা-নামায় পুঁজিবাজারের লেনদেন চলছে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের ওঠনামায় চলছে এ দিনের লেনদেন কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৮ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় ১০টা ৩০ মিনিটে, এরপর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক কমে আগের দিনের জায়গায় চলে আসে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে যায়। তবে বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭০৬ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক প্রায় ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক প্রায় ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিকস, ডাচ্-বাংলা ব্যাংক, নূরানী, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড ডায়িং, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, এসকে ট্রিমারস ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৯৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক প্রায় ৯ পয়েন্ট কমে ১৫ হাজার ২৯০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৯২ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, তাকাফুল ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ডেল্টা সিইনং, ফেডারেল ইন্স্যুরেন্স, কুইন সাউথ, প্যারামাউন্ট টেক্সটাইল, রেকিটবেনকিজার, ফ্যামিলি টেক্সটাইল এবং ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড।