পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগদান করলেন রেজানুর রহমান

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রেজানুর রহমান

রেজানুর রহমান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান যোগদান করেছেন। রেজানুর রহমান পূর্ববর্তী চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় যোগদান করলেও রোববার (৫ জানুয়ারি) থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন তিনি।

বিজ্ঞাপন

পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭ তম ব্যাচে যোগদান করেন। কর্মকালীন সময়ে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের (বিইআরসি) পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগ হতে স্নাতক ও আইটিসি, নেদারল্যান্ডস হতে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।