'বৃহস্পতিবার'ই কেন বাজেট পেশ হয়!
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট পেশ করেছেন।
মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের প্রথম বাজেটও বৃহস্পতিবারই পেশ করা হয়েছিল। সে হিসাবে এবার ছিল ৫৩তম বাজেট উপস্থাপন। বৃহস্পতিবারই এ বাজেটও উপস্থাপন করা হয়েছে।
জানা গেছে, ১৯৭২-৭৩ অর্থবছর থেকে যত বাজেট উপস্থাপন করা হয়েছে, সব বাজেটই ‘বৃহস্পতিবার’ উপস্থাপন করা হয়েছে।
এবারও সেই বৃহস্পতিবারই (৬ জুন) জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রশ্ন আসতেই পারে যে, বাজেট উপস্থাপনে বৃহস্পতিবার-কেই কেন বেছে নেওয়া হয়!
এ বিষয়ে কিছু তথ্য জানা গেছে। তাহলো-
• স্বাধীনতা উত্তর পর প্রতি বছরই ‘বৃহস্পতিবার’ বাজেট উপস্থাপনের একটা চল শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয় এ জন্য সপ্তাহের বৃহস্পতিবারটিকেই বেছে নিয়েছে।
• কারণ হিসেবে যা জানা গেছে, তাহলো, বাজেট উপস্থাপন করতে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের অনেক পরিশ্রম করতে হয়। বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করার পর শুক্র ও শনিবার দুইদিন ছুটি পাওয়া যায় আবার ছুটির এই দুইদিন বাজেট বিশ্লেষণেরও একটা সময় পাওয়া যায়।
• যেহেতু বাজেট উপস্থাপনের পরের সপ্তাহে সম্পূরক বাজেট পাস করতে হয়, সে কারণে বিষয়টি নিয়ে পড়াশোনা করার একটা সুযোগ থাকে। এতে করে সংসদ সদস্যরা দুইদিন যেন বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন, সেজন্য বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করা হয়।
• বৃহস্পতিবার বাজেট ঘোষণা হওয়ার পর দুইদিন সবকিছু বন্ধ থাকে। এই দুইদিন কেউ কোনো আইনি ব্যবস্থা নিতে চাইলে ছুটির কারণে তা করতে পারেন না। এমনকী এই সময়ে কোনো জিনিসপত্র কিনে রাখা যায় না বা করফাঁকি দেওয়াও সম্ভব হয় না।