ভ্যাট কর্মকর্তার কোন আদেশ অন্য আইনে চ্যালেঞ্জ করা যাবে না

  সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মূসক বা ভ্যাট কর্মকর্তার কোন আদেশ, সিদ্ধান্ত বা গৃহীত কোন পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষুব্ধ হলে মূসক আইন বা বিধিমালা ব্যতীত অন্য কোন আদালতে মামলা করা যাবে না।

বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদের বাজেট বক্তৃতায় এমন প্রস্তাব করেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, “যে কোন মূসক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত্ব কোন আদেশ বা সিদ্ধান্ত বা ‍গৃহীত কোন ব্যবস্থার বিরুদ্ধে মূসক আইন বা বিধিমালার অধীন কার্যধারা রুজু বা মামলা দায়ের করা ব্যতীত অন্য কোন আদালতে মামলা দায়ের করা যাবে না- এই বিধানটি অন্তর্ভূক্ত করে আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি।”

এছাড়াও মূসক পরামর্শক হিসেবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টগণকে অন্তর্ভুক্তকরণের লক্ষে সংশ্লিষ্ট বিধানে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করেন তিনি।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর প্র্রায়োগিক ও পদ্ধতিগত জটিলতা নিরসন, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এ প্রস্তাব করা হয়।