শেয়ারবাজারে আবারো বড় দরপতন

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দুই দিনের ঊর্ধ্বগতির পর শেয়ারবাজারে আবারও বড় দরপতন হয়েছে। দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার (২৪ মার্চ) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

এর ফলে কমেছে মূল্যসূচক। তবে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে কিছুটা বেড়েছে।

বিজ্ঞাপন

রবিবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার ধারা অব্যাহত থাকে লেনদেনের প্রথম দুই ঘণ্টা। এতে লেনদেনের একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু লেনদেনের শেষ দেড় ঘণ্টায় বিক্রির চাপ বাড়ান এক শ্রেণির বিনিয়োগকারী।

ফলে গড়পড়তা সব খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যায়। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৬৫টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩০৪টির। ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর ব্রড সূচক ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৯০১ পয়েন্টে নেমেছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে এক হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬১০ কোটি ৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৯ কোটি ৭৫ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ১১ লাখ টাকার। ২৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকস।

ডিএসইতে লেনদেনে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং, শাইনপুকুর সিরামিকস, এমারেল্ড অয়েল, ওরিয়ন ফার্মা এবং গোল্ডেন হার্ভেস্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির দাম বেড়েছে। দাম কমেছে ১৫২টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৮ কোটি ৪৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৮ কোটি ৩২ লাখ টাকা।