গার্মেন্টস শ্রমিকদের জন্য টিসিবির ট্রাক চায় বিজিএমইএ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের জন্য টিসিবির কম দামের পণ্য পেতে ৪০টি ট্রাক চেয়ে অনুরোধ করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রধান কার্যালয়ে টিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ফারুক হাসান এ কথা জানান।

ফারুক হাসান বলেন, বিজিএমইএ দেশের দুটি প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংস্থার সঙ্গে লবিং করছে, যাতে ভবিষ্যতে রপ্তানি বাড়ানো যায়। এ লক্ষ্যে বিজিএমইএ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের জন্য আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

তিনি আরও বলেন, পোশাক প্রস্তুতকারীরা আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডের কাছ থেকে বেশি দাম নিচ্ছে কারণ তাদের প্রতি ইউনিট পোশাকের আইটেমের সাথে কাঁচামালের দাম সমন্বয় করতে হচ্ছে।

তিনি বলেন, করোনা মহামারির মারাত্মক ক্ষতি কাটিয়ে উঠতে যখন শুরু করেছি তখনই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ওই দুই দেশে রপ্তানিতে প্রভাব ফেলছে।