কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরের দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ১১ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম যশোর জেলার বাগাড়পাড়া কুলসী এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা রেজাউল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম মারা গেছেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।