কুষ্টিয়ায় মাদক মামলার আসামির যাবজ্জীবন
কুষ্টিয়ায় মাদক মামলায় মো. মিল্টন নামের এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয় আদালত।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মো. মিল্টন দৌলতপুর উপজেলার দৌলতখালী (চৌহদ্দিপাড়া) গ্রামের মো. খোশবারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল হাকিমপুর বাজার এলাকা থেকে মিল্টনের দেহ তল্লাশি করে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে পুলিশ। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামি মিল্টনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জজ কোর্টের সহকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হেরোইন ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের আদেশ দেন আদালত।