কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সংঘর্ষে হানিফ পরিবহন খাদে পড়ে যায়,  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সংঘর্ষে হানিফ পরিবহন খাদে পড়ে যায়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে যাত্রীবাহী হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার লালন ফিলিং ষ্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
সংঘর্ষে ট্রাক  চালকের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, হানিফ পরিবহনের একটি বাস কুষ্টিয়া থেকে ৭ জন যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার লালন ফিলিং ষ্টেশনের পাশে পৌঁছালে ঝিনাইদহ থেকে ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ৫ জন যাত্রীসহ চালক আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।