কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ৮৪ ডেঙ্গু রোগী
কুষ্টিয়ায় বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৯১৫ জন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ৮৪ জন ডেঙ্গু রোগী ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী রওশন আরা। এ নিয়ে গত একমাসে কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
এর আগে দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের জোসনা খাতুন (৫৫) ও ভেড়ামারার কাজীহাটা গ্রামের মিনা খাতুন (২১) মারা যান।
এদিকে অভিযোগ রয়েছে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা রোগীর সমস্যা বুঝতে না পেরে ভুল চিকিৎসা করছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, ‘এ পর্যন্ত কুষ্টিয়াতে ৯১৫ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আমাদের হাসপাতালে বর্তমানে ৮৪ জন চিকিৎসাধীন রয়েছে। আর এসব রোগীদের ভালো চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকদের দিয়ে সেবা প্রদানের অভিযোগটি মিথ্যা।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ‘ডেঙ্গু ওয়ার্ড’ করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।’