কুষ্টিয়ায় ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুরের ঠোটারপাড়া এলাকা থেকে ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ওই সব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক রফিকুল আলম জানান, সকালে ওই এলাকায় মাদক পাচার করছে কিছু চোরাকারবারি এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় বিজিবি। পরে ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।