১৩ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ১৩টি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিরুল ইসলাম মহিদুলকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার রাতে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর মফিজ উদ্দিন লেনের ঝাউতলা গলিতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা, ৯০ বোতল ফেনসিডিলসহ মহিরুল ইসলাম মহিদুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহিরুল ইসলাম মহিদুল কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর মফিজ উদ্দিন লেনের ঝাউতলা এলাকার শেখ আজাহারের ছেলে। তিনি ১৩টি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার নামে কুষ্টিয়া মডেল থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন