কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মীনা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মীনা খাতুন উপজেলার কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী।
তার স্বামী আবু রায়হান জানান, গত শুক্রবার জ্বরে আক্রান্ত হলে মীনাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তাররা বলেন, ডেঙ্গু জ্বর হয়েছে। সকালে সে মারা গেছে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন মীনা। এই উপজেলায় এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেল কেউ।