পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল ওহাব খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী (৫০) ও তার ছেলে গোলাম মোস্তফাকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহতের দুই মেয়ে সেলিনা ও আঞ্জুয়ারা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, ওহাব ও মোহাম্মদ আলীর পাশাপাশি পুকুর রয়েছে। নিজের পুকুরে বড়শি দিয়ে একটি মাছ ধরেন ওহাব। পরে মোহাম্মদ আলী ও তার ছেলে ওই মাছ নিজেদের পুকুরের দাবি করলে কথা কাটাকাটি হয়। এতে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ লেগে ওহাব গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে।