কুড়িগ্রামে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত
কুড়িগ্রাম পৌরসভা এলাকার কৃষ্ণপুর চড়ুয়াপাড়ায় সুপারির গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১জন।
স্থানীয়রা জানায়, সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা এলাকার চড়ুয়াপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে সুপারির গাছ কাটার কাজ করতে যান চর কৃষ্ণপুর গ্রামের খালেক (৪২) ও আব্দুর রহমান (৪৮) নামের ২ জন শ্রমিক। এসময় একটি সুপারি গাছ অসাবধানতাবশত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে পড়ে যায়। বিদ্যুতের তারে আটকে যাওয়া সুপারির গাছ সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়। এসময় তাদের বাঁচাতে গেলে ঐ বাড়ির মরিয়ম নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শাহিনুর রহমান সরদার জানান, বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।