কুষ্টিয়ায় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার দুই ডাকাত। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গ্রেফতার দুই ডাকাত। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও দেশীয় অস্ত্রসহ আ. রাজ্জাক (৪৪) ও মো. বিল্লাল হোসেন (৪১) নামে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আ. রাজ্জাক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লাহিরি রঘুনাথপুরের মৃত আইজুদ্দিনের ছেলে এবং মো. বিল্লাল হোসেন খোকসা উপজেলার চরপাড়া এলাকার ইসলাম শেখের ছেলে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আজ ভোরে খোকসা উপজেলার কালিশংকরপুর ইটভাটার সামনে ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও ধারালো অস্ত্রসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।