তীব্র গরম: অবশেষে স্বস্তির বৃষ্টি ঠাকুরগাঁওয়ে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

স্বস্তির বৃষ্টি ঠাকুরগাঁওয়ে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

স্বস্তির বৃষ্টি ঠাকুরগাঁওয়ে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গত কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে যেন অতিষ্ঠ হয়ে উঠেছিল ঠাকুরগাঁওবাসীর জনজীবন। হঠাৎ তীব্র গরম শেষে শুরু হলো স্বস্তির বৃষ্টি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে প্রচণ্ড রোদ ও গরম থাকলেও দুপুর থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতেই গরমের তীব্রতা কমে আসে।

বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁও-পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা পায়েল ইসলাম শুভ জানান, কয়েকদিন ধরে যা গরম পড়েছিল বলার মতো না। এতো রোদ যে ঘর থেকে বের হতেও কষ্ট হতো। কিন্তু অবশেষে বৃষ্টি হলো। কিছুটা হলেও শান্তি পাওয়া গেল।

বিজ্ঞাপন