মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুলছাত্রীকে হাসপাতালে নেওয়া হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুলছাত্রীকে হাসপাতালে নেওয়া হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার উপজেলার শিবচর ইউনিয়নের পূর্ব শ্যামাইল গ্রামের ইব্রাহীম বেপারীর মেয়ে। সে শিবচর পৌর এলাকার সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয় ৯টার দিকে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কয়েক বান্ধবীসহ উঠে। এ সময় অসাবধানতাবশত সে হঠাৎ বিদ্যুতের তারে হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় তাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠান। ফরিদপুর নেওয়ার পথে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. মো. মোকাদ্দেস বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে মারিয়াকে তার স্বজনরা নিয়ে আসে। আমরা তাকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেই। উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। শুনেছি ফরিদপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’

শিবচর থানার অফিসার ইনজার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।