মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় জেলার শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের নাম, রতন আলী (৫৫)। সে শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের ছহির উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- শ্রীপুর উপজেলার করন্দি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আবু জাফর (৪০) একই গ্রামের তমসেল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরমোনাই পীরের ওয়াজ শোনার জন্য একই মোটরসাইকেল যোগে মাগুরার দিকে যাচ্ছিলেন তিনজন। এ সময় মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্রীপুর থানা এসআই (উপ-পরিদর্শক) আমজাদ হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।