শোকের মাসে পটুয়াখালীতে ১০ লাখ গাছের চারা বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে পুরো আগস্ট মাসে ১০ লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- পেয়ারা, আম, জাম, লেবু, কাঁঠাল, লিচু, নিম, মেহগনি, রেইনট্রি, চাম্বুলসহ বিভিন্ন প্রজাতির গাছ।
জেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দুটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ করে জেলা প্রশাসন এসব গাছ সংগ্রহ ও বিতরণ করে।
আরও পড়ুন: পটুয়াখালীতে নদী দখল: বন্ধের উদ্যোগ নেই কর্তৃপক্ষের
বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে এসব বৃক্ষ উপকূলীয় এলাকার জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকের মাসে ১০ লাখ গাছের চারা বিতরণের উদ্যোগ নেয় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।
আরও পড়ুন: ফলক স্থাপনেই সীমাবদ্ধ মুক্তিযোদ্ধা উদ্যান
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি বলেন, ‘বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করা এসব গাছের চারা প্রতিটি ইউনিয়ন পরিষদে পৌঁছে দেওয়া হয়। পরবর্তীতে এসব গাছের চারা ইউনিয়ন পরিষদ থেকে ওই ইউনিয়নে অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেব করে গাছের চারা পাঠানো হয। প্রতি শিক্ষার্থীকে দুটি করে গছের চারা বিতরণ করা হয়।’
পটুয়াখালী স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মো. হেমায়েত উদ্দিন জানান, সরকারি কোনো বরাদ্দ না থাকলেও স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় তহবিল সংগ্রহ করা হয়। ১০ লাখ গাছের চারা সংগ্রহ ও বিতরণে জেলা প্রশাসনের প্রায় ১ কোটি টাকা ব্যয় হয়েছে। জেলার সকল মানুষের আন্তরিক সহযোগিতার কারণেই এটি সম্ভব হয়েছে।’
এ বিষয়ে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘এই ১০ লাখ গাছের চারা বিতরণের মাধ্যমে জাতির জনকের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হলো। যখন এসব গাছ বড় হবে তখন তারা বলবে এটি জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোপণ করা হয়েছে। এসব গাছের মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ও চেতানা ছড়িয়ে পড়বে। এমন চিন্তা থেকেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।’
আরও পড়ুন: লঞ্চের প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে নদীতে
পাশপাশি বিতরণকৃত এসব গাছের চারা উপকূলীয় এলাকার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।