পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী কালা মিরাজ গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

সন্ত্রাসী মিরাজ ওরফে কালা মিরাজ,  ছবি: সংগৃহীত

সন্ত্রাসী মিরাজ ওরফে কালা মিরাজ, ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ার শীর্ষ সন্ত্রাসী মিরাজ ওরফে কালা মিরাজকে  (৩০) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে মিরাজকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, কালা মিরাজ একাধিক মামলার আসামি। চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লাকে প্রকাশ্যে খুনের হুমকি দেয় সে।

চেয়ারম্যান আনসার মোল্লা জানান, তাকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও সে চাঁদাবাজি ও অপহরণের সঙ্গে জড়িত। তার নামে মামলার প্রস্তুতি চলছে।    

বিজ্ঞাপন