ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান
নবম শ্রেণীর শিক্ষার্থী আবু রাসেল বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'আমরা সব সময় ক্লাসে ভয় আর আতঙ্কের মধ্যে থাকি। মনে হয় কখন যে ছাদ ভেঙে মাথার ওপরে পড়ে।
দশম শ্রেণীর শিক্ষার্থী রাবেয়া খাতুন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'ক্লাস করতে করতেই একদিন ছাদের পলেস্তারা খসে আমার এক বান্ধবী আহত হয়েছিল। এজন্য আমরা খুবই আতঙ্কে ক্লাস করি। ভূমিকম্প হলে ভেঙে পড়তে পারে এই ভবন।' তাই এই বিদ্যালয়ে নতুন ভবন করার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান তিনি।
কুষ্টিয়া জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আ ট ম মারুফ আল ফারুকী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। তাই পরিদর্শন করে সেসময় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। নতুন ভবনের জন্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।'
জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'এই বিদ্যালয়ের ভবনের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে নতুন ভবন দেওয়ার ব্যবস্থা করছি। যত দ্রুত সম্ভব এই বিদ্যালয়ের ভবনের ব্যবস্থা করা হবে।'