মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মাদারীপুরের শিবচরে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় রানী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কাদিরপুর ব্যাপারীর ইটের ভাটা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত রানী বেগম শিবচর উপজেলাধীন কাদিরপুর চরকান্দি গ্রামের হোসেন ঢালীর স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, রানী বেগম ডাক্তার দেখাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ফেরার পথে পেছন থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল রানী বেগমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রানী বেগম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে প্রেরণ করেন। পরে সন্ধ্যায় ঢামেকে নেওয়ার পথে রানী বেগম মারা যান।

বিজ্ঞাপন

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।