মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় পানিতে ডুবে এনি নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এনি মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের দাউদ মিয়ার মেয়ে।
পারিবরের সদস্যরা জানায়, এনি বিকেলে ঘরের পাশে খেলছিল। এ সময় পরিবারের আজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির আশেপাশে কোথাও শিশু এনিকে খুঁজে পাওয়া যায়নি। পরে পুকুরের পানিতে খুঁজতে গেলে এনিকে অচেতন অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুব আবির বলেন, ‘পানিতে পড়ে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। আমরা চেকআপ করে দেখি হাসপাতালে আনার পূর্বে শিশুটি মারা যায়।’