গোপালগঞ্জে নিখোঁজের ২দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মরদেহ উদ্ধারের প্রতীকী ছবি

মরদেহ উদ্ধারের প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে নিখোঁজের ২দিন পর স্যামুয়েল সরকার (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলার কলিগ্রামের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রিংকু মজুমদার(৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের প্রভাষ মজুমদারের ছেলে।

স্যামুয়েল সরকার মুকসুদপুর উপজেলার কলিগ্রামের দানিয়েল সরকারের ছেলে ও তালবাড়ী মিশনারি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আবুল বাশার জানান, গত শুক্রবার স্যামুয়েল সরকারকে পাখি মারার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী রিংকু মজুমদার। এরপর থেকে সে আর বাড়ি ফিরে না আসায় বিভিন্নস্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি।

পরে স্যামুয়েলের বাবা বাদী হয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রিংকু মজুমদারকে আটক করে।

আজ রোববার সকালে ওই গ্রামের একটি পুকুর থেকে স্যামুয়েল সরকারের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।