নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত
দেশের দক্ষিণবঙ্গের মানুষের রাজধানীসহ সারাদেশের সাথে যোগাযোগের অন্যতম নৌরুট কাঁঠালবাড়ি-শিমুলিয়া। এছাড়াও দেশের ব্যস্ততম নৌরুট হওয়া সত্ত্বেও, এ পথে বছরের বিভিন্ন সময়ে ফেরি চলাচল সংকট লেগেই থাকে।
মূলত নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হয় বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমেই। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাত ১১টা থেকে নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে ফেরী চলাচল।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের একটি সূত্র জানিয়েছে, রাতে হঠাৎ করে নদীর লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলের মুখে পানি কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তাই রাত থেকে বন্ধ রয়েছে রোরো ও ডাম্প ফেরি চলাচল। ৩টি কে-টাইপ ও ১টি মিডিয়ামসহ মাত্র চারটি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের উচ্চমান সহকারী ফিরোজ আহম্মেদ বলেন, ‘রাতে একটি রোরো ফেরি কাঁঠালবাড়ী ঘাটে এসেছে। চ্যানেলের মুখে পানি কম থাকায় ফেরির তলদেশ ডুবো চরে ঠেকে যাচ্ছে। যার কারনে রাত ১১টা থেকে ৩টি রোরো, ও ৫টি ডাম্প ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে ছোট ছোট চারটি ফেরি চলছে। ঘাটে মানুষ ও গাড়ির তেমন চাপ নেই।’