ভুল ব্যানারে জাতীয় শোক দিবস পালন, ক্ষমা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী সরকারি কলেজে ভুল ব্যানারে জাতীয় শোক দিবস ও শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ কারণে ক্ষমা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিতভাবে ক্ষমা চাওয়া হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে তালতলী সরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি বের করে। কলেজের ওই ব্যানারে ৪৪তম শাহাদাত বার্ষিকীর পরিবর্তে ৪২তম শাহাদাত বার্ষিকী লেখা ছিল।

বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। পরে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ এই ভুলের জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ হাওলাদারকে ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। আজ ৪র্থ কার্যদিবসে কলেজ কর্তৃপক্ষ লিখিতভাবে ক্ষমা চেয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার দীপায়ন দাশ শুভ জানান, নোটিশ প্রদানের পরে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত এই ভুলের জন্য লিখিতভাবে ক্ষমা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ৪৪তম শাহাদাত বার্ষিকীতে ৪২তম বার্ষিকীর ব্যানার!